ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০
ডেস্ক প্রতিবেদন :: বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক জনসচেতনতা মূলক সেমিনার ১১ মার্চ বুধবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ালী উল্লাহ মোল্লা, সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক হাফিজুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) সাহাবুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা অফিসার সত্য ব্রত রায়, সমাজসেবা অফিসার আব্দুল মুন্তাকিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.তাপস সিংহ, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এ খলিল, কামাল বাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক তন্ময় আদিত্য, তেতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক মিয়া, কুচাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল আহমদ কাবুল, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির লিটন, নির্বাহী সদস্য চঞ্চল মাহমুদ ফুলর, প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মর্তুজা বাচ্চু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুহেনাজ তাজগেরা, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রধান শিক্ষক বেলাল আহমদ, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহসভাপতি সাহাদ উদ্দিন দুলাল, কোষাধ্যক্ষ এম.এ খালিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শিপন আহমদ, ইউপি সদস্য সেলিম আহমদ প্রমূখ।
সেমিনারে বক্তারা বলেন, দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই। কারিগরি প্রশিক্ষণ হচ্ছে মানব সম্পদ তৈরির কারখানা। নিজেকে মানব সম্পদে রূপান্তরিত করে বিদেশে গিলে অর্থ ও সম্মান দুটোই পাওয়া যায়। প্রশিক্ষণ ছাড়া বিদেশে গেলে শ্রমের সঠিক মূল্য পাওয়া যায় না। সরকার বিদেশ গমণ ইচ্ছুকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। বক্তরা সরকার প্রদত্ত সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে নিজেকে তৈরি করে বিদেশ গমনের আহবান জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech