বলদী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

বলদী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

ডেস্ক প্রতিবেদন: দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ গতকাল ১১মার্চ বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
শিক্ষা সফরটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বাস যোগে শুরু হয়ে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জস্থ সাদাপাথর, সিলেটের লাক্কাতুরা চা-বাগান সহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে আবারো বাস যোগে বিদ্যালয়ে এসে শেষ হয়।
বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফরে অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।শিক্ষকদের মধ্যে অংশ নেন প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা কামাল, সহকারী শিক্ষক সাজিয়া খানম, আল মেহদী তালুকদার, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহযোগী সদস্য শরীফ আহমদ, শিক্ষক শাখাওয়াত হোসেন আকন্দ, রাফিয়া বেগম, সমির চন্দ্র দাশ, খন্ডকালিন শিক্ষক জয়নাল আবেদিন, অভিভাবকদের মধ্যে সুরুক আহমদ, সাদিকুর রহমান জাকির সহ বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থী শিক্ষা সফরে অংশগ্রহণ করেন।
শিক্ষা সফর উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর