প্যানেল মেয়র লিপন বকসকে সিলেট সুরমা কাবের সংবর্ধনা

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮

প্যানেল মেয়র লিপন বকসকে সিলেট সুরমা কাবের সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোহাম্মদ তৌফিক বকস লিপন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ নির্বাচিত হওয়ায় তাঁ সম্মানে সিলেট সুরমা কাবের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান রোববার সন্ধ্যায় নগরের কদমলীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিলেট সুরমা কাবের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদুল ইসলাম মনি এর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ রোটারিয়ান তৌফিক বকস লিপন।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট সুরমা কাবের স্থায়ী কমিটির সদস্য ফরহাদ আহমদ ময়না, রাসেল আহমদ, সাহেল শাহ, রায়হান আহমদ, সাজাই, সজিব আহমদ, কামরুল আহমদ, কাবের সিনিয়র সহ সভাপতি আব্দুলস সামাদ টিপু, ইমরান হোসেন, যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ, জিলাল উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফাতেমা আক্তার রিয়া, সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ রহমান, জুবের আহমদ, দপ্তর সম্পাদক নাঈম আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ফরহাদ আহমদ, শিপু, মোহন, সুজন, ইমরান, পাপ্পু, টিপু, তারেক আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি রোটারিয়ান তৌফিক বকস লিপন-কে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন সিলেট সুরমা কাব নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর