দক্ষিণ সুরমায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০

দক্ষিণ সুরমায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন :: দক্ষিণ সুরমার মোগলাবাজার থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম জাবেদ আহমদ (৩০)। সে একই এলাকার পালপুর গ্রামের মৃত মাখন মিয়ার ছেলে।
র‌্যাব ৯ এর অপারেশন কমান্ডার এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি আভিযানিক দল ওই আসামী গ্রেফতার অভিযান পরিচালনা শুরু করে। সোমবার সকালে মোগলাবাজারের পালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একটি মাদক মামালার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিল। গ্রেফতারকৃত আসামীকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর