ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০
ডেস্ক প্রতিবেদন :: গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো ব্যাক্তির সংখ্যা কমেছে। গতকাল বুধবার সকাল ৮ টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত সিলেট বিভাগে নতুন করে ১৯ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ১২ জন।তবে সিলেট ও হবিগঞ্জ জেলায় নতুন কাউকে কোয়ারেন্টিনে রাখা হয়নি। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনেও কাউকে রাখা হয় নি।
.
গত কয়েকদিনের পরিসংখ্যান অনুযায়ী গতকাল বুধবার ২৮জন, এর আগে মঙ্গলবার ৩৫জন, সোমবার ৩৪ এবং রবিবার ৮৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়। সে হিসেবে করোনাভাইরাস সন্দেহে গত ২৪ ঘন্টায় সবচেয়ে কম ১৯ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে।
.
এদিকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হওয়ায় সিলেট বিভাগে নতুন করে ১৯০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৫৭ জন, সুনামগঞ্জে ৪২ জন, হবিগঞ্জে ৫১ জন ও মৌলভীবাজার ৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, নতুন করে যাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাদের প্রায় সবাই প্রবাসীদের আত্মীয় স্বজন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech