ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সদ্য ঘোষিত সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাবেক ছাত্রনেতা কাউন্সিলর অ্যাডভোকেট ছালেহ আহমদ সেলিমকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার বেলা ১টায় ঢাকা থেকে সিলেট বিমানবন্দরে পৌছালে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। পরে বিপুলসংখ্যক নেতাকর্মী তাঁকে সাদরে গ্রহণ করে মোটর শোভাযাত্রায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসেন। এসময় তিনি নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
নেতাকর্মীদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্যে সেলিম বলেন, আমি এই সিলেটের রাজপথে ছিলাম আছি, ছাত্ররাজনীতি থেকে শুরু করে এখনও বঙ্গবন্ধুর আদর্শে থেকে পিছপা হইনি। যতই ষড়যন্ত্র আসুক না কেন আমি আমার দায়িত্বের প্রতি অবিচল থাকবো। সেলিম তার বক্তব্যে জননেত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন- এম.এ ফয়সাল ছাদ, হাজী বাহার উদ্দিন, জালাল উদ্দিন, সিরাজুল ইসলাম খান, সাহেদ আহমদ, আং রহিম, জয়নুল হক, এম আর খান সুজা, ফজলুর রহমান মাসুম, হাজী মিসবাহ উদ্দিন, মিনহাজ চৌধুরী লিটন, আব্দুল লতিফ অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, জাফরান জামিল, অ্যাডভোকেট বনশ্রী দাস অপু, অ্যাডভোকেট অশোক দেব লিটন, মোহাম্মদ ইকবাল হোসেন, কামাল উদ্দিন, অ্যাডভোকেট দেবজ্যোতি লিটন, ইকবাল আহমদ, কবির চৌধুরী রাসেল, বুলবুল চৌধুরী, আব্দুল বাসির, কয়েস আহমদ, মোতাহার হোসেন জাহির, সোহেল আহমদ, হুমায়ুন রশিদ সুমন, শহীদ আহমদ, বদরুল ইসলাম, আহমেদ মিতুল, আবুল কালাম, এনামুল হক লিলু, সুলতান মাহমুদ সাজু, আব্দুল আজীজ, রাসেল আহমদ পাপ্পু, আব্দুল হাফিজ ইফরাদ, জাফর আহমদ, সাহেদ আহমদ, আবুল খায়ের, সাহেদ আহমদ পলাশ, সুহেল আহমদ তালুকদার, শামীম আহমদ সাহেদ, চঞ্চল চৌধুরী, এরশাদ আহমদ, সুমন আহমদ, ফাহাদ আহমদ, রিপন আহমদ, তাহের আহমদ, কুনু মিয়া, সৈয়দ নিয়াজ আহমদ, মিন্নত আলী, কাজী জুবায়ের আহমদ, সুলতান শাহজাহান তুহিন, মাসুদ আহমদ, শাহিন আহমদ, আরজু আহমদ, রুহুল আমিন, শেখ তারেক, ইয়াহইয়া আলম মুন্না, জয়, সাকিব আহমদ, নাজমুল ইসলাম নাঈম, সাইফ উদ্দিন হিরা, শরীফ আহমদ, অ্যাডভোকেট হাবিব, অরুণ কুমার দেব, ফরিদ আহমদ হিরা, আসিফ, রাহাত, নাবিল প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech