দক্ষিণ সুরমায় ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্টের সংবর্ধনা

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১

দক্ষিণ সুরমায় ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্টের সংবর্ধনা

দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বাগেরখলাস্থ ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান রোববার রাতে ট্রাস্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা ও সামাক এগ্রো. লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর মহসীনুল বারী শাকির সভাপতিত্বে ও ট্রাস্টের কোষাধ্যক্ষ শাকির আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবাল।

 

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদ এর চীপ পাবলিক এপ্যায়ার্স ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ সোলাইমান শুকন, সামাক এগ্রো. লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর রিজবান হোসাইন, সামাক এগ্রো. লিমিটেড এর ডিরেক্টর নিয়াজ শরীফ সোরব, সামাক এগ্রো. লিমিটেড এর ডিরেক্টর মাসনুর রহমান, সামাক

 

এগ্রো. লিমিটেড এর চেয়ারম্যান তাবিব রায়হান, মোসা টেকনোলজির পরিচালক মিরাজ রাহবার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, প্রচার সসম্পাদক তারেক হোসেন।

 

উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য আসিক আলী, রেজুয়ান আহমদ, জয়নাল আবেদীন, আব্দুল কাদির, রুহুল আমিন, ফয়েজ আহমদ, কামাল আহমদ, মারুফ মিয়া, সাঈদ আহমদ উমায়ের আলী, মাহিন আহমদ, দুলাল আহমদ, জিহান, শ্যামল প্রমুখ। অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর