বিমানবন্দরে যুবলীগ নেতা মুশফিক জায়গিরদার সংবর্ধিত

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৮

বিমানবন্দরে যুবলীগ নেতা মুশফিক জায়গিরদার সংবর্ধিত

সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মুশফিক জায়গিরদার সংপ্তি যুক্তরাজ্য সফর শেষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে সিলেট মহানগর যুবলীগ তাঁকে সংবর্ধনা প্রদান করে ।

সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাবেক ছাত্রনেতা সুবেদুর রহমান মুন্নার সভাপতিত্বে এবং সিলেট জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা দেওয়ান মুরাদ হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন- সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আবিদুর রহমান শিপলু, ২১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম সোহেল, ২২ ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহির চৌধুরী , মহানগর যুবলীগ নেতা তোফায়েল আহমেদ তারেক, শামীম আহমেদ, আব্দুল কাইয়ুম লিটন, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি মাসুম, এস. আর রুমেল, রঞ্জন দে, ২০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসাইন আহমেদ চৌধুরী শাহীন, শাহান আহমেদ, মুরাদ আহমেদ, সুলতান মাহমুদ সাজু, রফিকুল ইসলাম, জুবের আহমেদ, আকিদ মিয়া, সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইমরান আহমেদ, আরিফ আহমেদ, রাফিউল করিম মাসুম, সাদিকুর রহমান চৌধুরী, মাহফুজ আহমেদ, এম.এস রুবেল, শাওন চৌধুরী, জুনেদ, রুহেল আহমেদ, তানভির হাসান, কবির আহমেদ প্রমুখ।

সংবর্ধিত যুবলীগ নেতা মুশফিক জায়গিরদার বলেন, আগামী মাসেই একাদশ জাতীয় নির্বাচন, এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সিলেট মহানগর যুবলীগ ঐক্যবদ্ধ এবং রাষ্ট্রীয় নায়ক শেখ হাসিনাকে সরকার প্রধান করতে অঙ্গীকারবদ্ধ ।

সভাপতির বক্তব্যে সুবেদুর রহমান মুন্না বলেন, বাংলাদেশে আজ উন্নয়নের মহাসড়কে হাটছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সিলেট মহানগর যুবলীগ ঐক্যবদ্ধ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর