দক্ষিণ সুরমায় তালামীযের উদ্যোগে টিবওয়েল বিতরণ

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৮

দক্ষিণ সুরমায় তালামীযের উদ্যোগে টিবওয়েল বিতরণ

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানা শাখার উদ্যোগে ও যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্জ্ব আলমাছ আলীর অর্থায়নে হত-দরিদ্র একটি পবিারের মধ্যে টিবওয়েল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমা পুরানগাও গ্রামের সুফিয়ান আলীকে প্রায় ৩৫ হাজার টাকা ব্যয়ে এ টিবওয়েল প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- তালামীযে ইসলামিয়ার সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক শেখ আলী হায়দার, কামাল বাজার ফাযিল মাদরাসার উপাধ্য মাওলানা আব্দুস সালাম সালেহী, আলহাজ্জ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক মোঃ আজম আলী, দণি সুরমা থানা তালামীযের সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন পাশা, ঢাকা খিলগাও থানা তালামীযের সাবেক সভাপতি মো: ইব্রাহীম আলী খোকন, পুলিশ কনস্টেবল (অব.) আব্দুর নুর (গেদা), মাসুদ আহমদ (মিন্টু), কামাল বাজার ফাজিল মাদরাসার শিক মাওলানা মাহবুর রহমান, দণি সুরমা থানা তালামীযের অফিস সম্পাদক সায়েম আহমদ ইমন প্রমুখ।

টিবওয়েল বিতরণ শেষে আলহাজ্জ্ব আলমাছ আলীর মায়ের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর