ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক থাকায় সরকার প্রথমে ৫ এপ্রিল থেকে ৭ দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুইদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়।
চলমান লকডাউনে সিলেট মহানগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং জরুরি প্রয়োজনে মুভমেন্ট পাস অ্যাপস ব্যবহার করাসহ নির্দেশিত বিধিবিধানসমূহ বাস্তবায়ন কার্যক্রমে কঠোর অবস্থানে রয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
এ কার্যক্রম বাস্তবায়নের ধারাবাহিকতায় শনিবার (১৭ এপ্রিল) দিনব্যাপী এসএমপি’র দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশীদ চত্বর, শাহপরান থানাধীন শিবগঞ্জ পয়েন্টসহ মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এসএমপি’র ডিবি বিভাগের পুলিশ সদস্যগণ। এসময় মহানগর গোয়েন্দা বিভাগের সদস্যরা সচেতনতা তৈরির পাশাপাশি জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech