ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমা সাড়ে ৪ শত পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ এপ্রিল) ভোর ৬ টায় দক্ষিণ সুরমার কাশবন এলাকার বঙ্গবীর রোড থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম তকবির হোসেন (৩২)। সে সুনামগঞ্জ সদর থানার রতনশ্রী, সোনাপুর এলাকার আবু সালামের ছেলে।
পুলিশ জানায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech