ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২১
রফিক আহমদ
যানজট যেন দক্ষিণ সুরমাবাসীর মানুষের নিত্যদিনের সঙ্গী। কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর থেকে কীনব্রিজের মুখ পর্যন্ত সড়কের অর্ধেক যেন ট্রাক, মিনিট্রাক, পিকাআপ, সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ড। নির্দিষ্ট জায়গা ছেড়ে মেইন সড়কের দুপাশ জুড়ে এক লাইন দুই লাইন করে অটোরিকশা-ব্যাটারিচালিত রিকশা জায়গা দখল করে আছে। যে কারণে প্রতিদিন যানজটের কবলে পড়তে হয় মানুষকে। ঘন্টার পর ঘন্টা সড়কের চারদিকে গাড়ির দীর্ঘ লাইন থাকে। নির্দিষ্ট স্ট্যান্ড থাকার পরও উক্ত যানবাহনগুলো রাস্তাকে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করে আসছে দীর্ঘ দিন ধরে।
এ যানজটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ী, পথচারীদের। এ ভোগান্তি থেকে কিছুতেই পরিত্রাণ মিলছে না। ট্রাফিক পুলিশ চেষ্টা করলেও কিছুতেই দূর হচ্ছেনা যানজট। কয়েকমাস থেকে চলছে এভাবে। কোনভাবেই সড়কে শৃঙ্খলা ফিরানো যাচ্ছেনা। অনেকে আবার কর্তব্যরত ট্রাফিক পুলিশের দায়িত্বহীনতার দোষ দিচ্ছেন।
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কদমতলী পয়েন্টে থেকে ঝালপাড়া হয়ে কীনব্রিজ পর্যন্ত সড়কের উভয় পাশে দেখা যায়, ট্রাক, মিনি ট্রাক, পিকআপ, সিএনজি অটোরিকশা-ব্যাটারিচালিত রিকশা সড়কের উপরে অর্ধেক জায়গা দখল করে যেন স্ট্যান্ড করে আছে। এছাড়াও উক্ত সড়কের ব্যবসীরা পুরাতন ট্রাক, বাস, মাইক্রো, কার ইত্যাদি সড়কের উপরে রেখে ভাঙ্গার কাজ করে। এতো যানজট সৃষ্টি হয়।
পথচারী-স্থানীয় ব্যবসায়ীরা এ ধরণের চরম দুর্ভোগ থেকে পরিত্রাণ চান। সড়কে চলাচল করতে পথচারীদের নানান ভাবে অসুবিধা হচ্ছে। সড়কের পাশে যে সকল দোকানপাট রয়েছে ব্যবসা করতে তাদেরও সমস্যা পোহাতে হচ্ছে। তারা জানান, এভাবে দিনদিন চলে আসছে। প্রতিদিন যেন যানযট দীর্ঘ হচ্ছে।
কদমতলী ব্যবসায়ী আলী হোসেন জানান, সড়কের অর্ধেক যেন গাড়ির দখলে চলে গেছে। যেন দেখার কেউ নেউ। প্রতিদিন এভাবে চলছে। ব্যবসা করতে অনেক অসুবিধা হচ্ছে।
মনির আহমদ নামের এক পথচারী জানান, উক্ত গাড়ীগুলোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ড রয়েছে। এরপর সড়কের উপর স্ট্যান্ড করার কারণে কোনভাবেই সড়ক দিয়ে পারাপার হওয়া যায়না। এক পাশ থেকে আরেক পাশে যেতে হলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় জরুরি সেবায় নিয়োজিত রোগী বহনকারী এ্যাম্বুলেও যানজটের কবলে পড়ে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমাবাসী সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech