ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১
বিজয়ের কণ্ঠ ডেস্ক
সিলেট-৩ আসনের আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের সুখে-দুঃখে অতীতে পাশে ছিলাম, আগামীতেও থাকব। বীর মুক্তিযোদ্ধারা এদেশের সূর্যসন্তান। বঙ্গবন্ধুর নেতৃত্বে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা দিয়ে যাচ্ছেন। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি বলেন, আগামী ২৮ জুলাই আমি যদি আল্লাহর হুকুমে নির্বাচিত হই, সিলেট-৩ আসনের ৩টি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের কল্যাণের জন্য কাজ করে যাব।
হাবিবুর রহমান হাবিব শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুটি মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আহমদের পরিচালনায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রইছ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক রাজ্জাক হসেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা সফিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, বীর মুক্তিযোদ্ধা সঈদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মজনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইরশাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা সানাওর আলী, বীর মুক্তিযোদ্ধা ঈমাদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মছব্বির, বীর মুক্তিযোদ্ধা হিরা মিয়া, বীর মুক্তিযোদ্ধা কাছা মিয়া, বীর মুক্তিযোদ্ধা জিল্লুল মিয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মতছির মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আজমান মিয়া, বীর মুক্তিযোদ্ধা মুকিত মিয়া, বীর মুক্তিযোদ্ধা মনির আলী, বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আইনুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গুলজার খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রকিব, বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত মালাকার, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ ও বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সালাউদ্দীন, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, আফজাল হোসেন লিপু প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech