সরকারকেই ভোটাধিকার নিশ্চিত করতে হবে : শফি চৌধুরী

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

সরকারকেই ভোটাধিকার নিশ্চিত করতে হবে : শফি চৌধুরী

সিলেট-৩ আসনের আসন্ন উপনির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র রক্ষার মূল হাতিয়ার হচ্ছে ভোট। মানুষের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। বর্তমান সরকারের উচিত নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। ভোটকেন্দ্রের প্রতি জনগণের যে অনিহা তৈরি হয়েছে তা দূর করার দায়িত্ব সরকারের ওপরেই বর্তায়।

 

তিনি বর্তমান উপনির্বাচনে সিলেট-৩ আসনের প্রতিটি ভোটকেন্দ্রে নিরপেক্ষভাবে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষ আমাকে চায়। কারণ আমি মানুষের জন্য কাজ করি। এতে কে খুশি আর কে অখুশি হলেন, সেদিকে আমার দৃষ্টি থাকে না। আমি সাধারণ মানুষের উন্নয়নে বিশ্বাসী।

 

শনিবার দক্ষিণ সুরমার লালাবাজার, জাফরাবাদ, জালালপুর ও সিলাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

 

এ সময় এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর