সাংবাদিক রোমনের পিতার দাফন সম্পন্ন : বিভিন্ন মহলের শোক

প্রকাশিত: ৩:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২১

সাংবাদিক রোমনের পিতার দাফন সম্পন্ন : বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক
দৈনিক শ্যামল সিলেট পত্রিকার দক্ষিণ সুরমা প্রতিনিধি, উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আজমল আহমদ রোমনের পিতা হাজী মো. তরীক আলী (৮২) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ যোহর পুরান তেতলি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের ছোট ছেলে হাফিজ রমজান সাক্বাফীর ইমামতিতে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পুরান তেতলী পঞ্চায়েতী কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

নামাজে জানাযায় উপস্থিত ছিলেন-দক্ষিণ সুরমা উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান মওলানা লোকমান আহমদ, সিলেট বাউল ক্যালাণ সভাপতি কামাল উদ্দিন রাসেল, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ- সভাপতি হুমায়ূন কবির লিটন,দক্ষিণ সুরমা প্রেসক্লাবে কোষাধ্যক্ষ আব্দুল খালিক, ও রাফসান আহমদ, পুরান তেতলী জামে মসজিদের মোতাওয়াল্লী শুরুক চৌধুরী, ৩নং তেতলী ইউনিয়ন ফোরামের সভাপতি আবুল হাসনাত, ৩নং তেতলী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অলিউর রহমান, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার আতিকুর নগরে, মশাহিদ আলী, ফটো সাংবাদিক মো. আজমল আলী, সাংবাদিক রমজান আলীসহ নানা শ্রেণিপেশার মানুষজন।

 

এদিকে সাংবাদিক আজমল আহমদ রূমনের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্যামল সিলেট এর সম্পাদক মণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান জামান, ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল মুকিত।

 

দক্ষিণ সুরমা প্রেসক্লাবঃ দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর সদস্য, দৈনিক শ্যামল সিলেট এর দক্ষিণ সুরমা প্রতিনিধি আজমল আহমদ রোমনের পিতা হাজী মো. তরীক আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

সিলেটের বার্তার শোকঃ সাংবাদিক রোমনের পিতার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেটের বার্তা টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক মন্ডলীর উপদেষ্টা মো. আব্দুর রহমান জামিল ও সম্পাদক আতিকুর রহমান নগরে।

 

উল্লখ্য, সাংবাদিক আজমল আহমদ রোমনের পিতা হাজী তরীক আলী সোমবার ভোর ৫টা ২০মিনিটের সময় দক্ষিণ সুরমার পুরান তেতলির বড় বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর