সিলেট মহানগর যুবলীগের ফ্রী অক্সিজেন সেবা অব্যাহত

প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২১

সিলেট মহানগর যুবলীগের ফ্রী অক্সিজেন সেবা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
সিলেট শহরের যে কোন প্রান্ত থেকে ফোন পাওয়া মাত্রই ফ্রি অক্সিজেন সেবা দিয়ে চলেছে সিলেট মহানগর যুবলীগ। শুক্রবার রাত ১০টায় সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফোন পাওয়া মাত্রই অক্সিজেন সিলিন্ডার নিয়ে বেরিয়ে পড়েন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিবিআই রফিকুল ইসলাম নামে প্রশাসনের একজন কর্মকর্তার আত্নীয় ফারুক আহমেদ -কে অক্সিজেন সেবা দিয়েছেন তারা।

 

অক্সিজেন সেবা প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আল খান মুক্তি বলেন, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্বানে সিলেট মহানগর যুবলীগ সব সময় দেশের যে কোন সংকটময় সময়ে এগিয়ে এসেছে। ইনশাআল্লাহ দেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সামর্থ অনুযায়ী দেশের মানুষের সেবা করে যাবো। শুধু আমাদের একার পক্ষে সকলকে সেবা প্রদান করা সম্ভব নয়, তাই সমাজের বিত্তশালীদেরও দেশের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

 

সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার বলেন, সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা চালুর পর থেকেই অনেক বিভিন্ন জায়গা থেকে আমরা সাড়া পেয়েছি। এরপরও নিজেদের সামর্থ অনুযায়ী ফ্রি অক্সিজেন সেবা দিয়ে চলেছি। আর সিলেট মহানগর যুবলীগ সব সময় মানুষের সাহায্যে কাজ করেছে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি সবাইকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের আহ্বান জানান।

 

অক্সিজেন সেবা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগ নেতা আলী হোসেন, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, আমিনুল ইসলাম আমিন, আকিল আহমদ, সাদিকুর রহমান সোহাগ, মাসুক আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর