ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক
বিএনপি থেকে অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের পদত্যাগের পর পরই সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলে পদত্যাগের হিড়িক শুরু হয়। সেসময় দল থেকে ১১ নেতা পদত্যাগ করেন। এবার বিএনপির অঙ্গসংগঠন তাঁতী দল থেকেও পদত্যাগ করলেন সিলেটের শীর্ষ তিন নেতা। সোমবার পদত্যাগের এমন ঘোষণা দেন- মহানগর তাঁতী দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
সোমবার দুপুরে পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনটির মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার। তিনি বলেন, ‘বিএনপির অঙ্গসংগঠন তাঁতী দল থেকে সিলেট মহানগর তাঁতী দলের সভাপতি ফয়েজ আহমদ দৌলত, সাধারণ সম্পাদক শওকত আলী ও সাংগঠনিক সম্পাদক আমি আব্দুল গফফার পদত্যাগ করেছি।’
কারণ হিসেবে তিনি বলেন, ‘যে দলে মূল্যায়ন নাই, গণতন্ত্রের আভাস নাই, সেখানে রাজনীতি করে যাওয়া কঠিন। আমরা শহীদ জিয়ার যে আদর্শ নিয়ে রাজনীতি করতাম, তা এখন দেখতে পাচ্ছি না।’
এর আগে বুধবার রাতে বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ান অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। তিনি একসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন। সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেন, এবারের জেলা ও মহানগর শাখার আহবায়ক কমিটিতে ত্যাগী ও পরীক্ষিতদের অবমূল্যায়ন করা হয়েছে।
এরপর শনিবার রাতে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করেন ১১ নেতা। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠিয়ে তারা পদত্যাগের কথা জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech