ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২
বিজয়ের কণ্ঠ ডেস্ক
মহানগর আওয়ামী লীগের পর সোমবার প্রতিনিধি সভা করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। নগরের রিকাবিবাজারের কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় আগামী ডিসেম্বরের মধ্যে সব কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান নেতারা।
জেলার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন- সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, আওয়ামী লীগের নির্বাহী সদস্য ড. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন প্রমুখ।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিনিধি সভায় উপজেলা নেতারা ছাড়াও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ যারা সৃষ্টি করতে চাইবে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, রিজার্ভ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। এখনও পর্যাপ্ত রির্জাভ রয়েছে। এ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech