ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২২
বিজয়ের কণ্ঠ ডেস্ক
ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশস্থল কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠেই জুমার নামাজ আদায় করলেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা প্রায় দেড় হাজার নেতাকর্মী একসঙ্গে নামাজ আদায় করেন।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে এ নামাজে ইমামতি করেন কোমরপুর জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ।
শরীয়তপুরের জাজিরা থেকে সমাবেশস্থলে আসা কলিম শেখ, রাজবাড়ীর নুরুল ইসলাম ফকির, ফরিদপুরের মধুখালীর আলী আহম্মেদ ও বোয়ালমারীর জহিরুল হক জহির জাগো নিউজকে বলেন, গত দুদিন ধরে আমরা সমাবেশস্থলে রাতদিন পার করছি। আজ মাঠেই জুমার নামাজ আদায় করেছি। বিভিন্ন জেলা থেকে আসা বড় বড় নেতাদের সঙ্গে নামাজ আদায় করতে পেরে মনের মধ্যে বেশ ভালো লাগছে।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈসা জাগো নিউজকে বলেন, নেতাকর্মীরা উজ্জীবিত। পরিবহন ধর্মঘটকে মাথায় রেখে এরই মধ্যে রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মাঠে এসেছেন। মাঠে উপস্থিত প্রায় দেড় হাজার নেতাকর্মীদের নিয়ে আমরা জুমার নামাজ আদায় করেছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech