ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২২
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের চরিত্রের মধ্যে গণতন্ত্র নাই, তাদের কাঠামোর মধ্যে গণতন্ত্র নাই। স্বাধীনতার পরে তারা একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করেছিলো। আজকে আবার এই ১৪ বছরে ধরে ওপরে গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। মানুষ আজ মুখ খোলে কথাও বলতে পারছেনা। তারা সাংবিধানিক অধিকার মতপ্রকাশের স্বাধীনতাও কেড়ে নিয়েছে। দেশের মানুষ এটা মেনে নেবে না। বিএনপির আন্দোলন জনগণের জন্যে, জনগণের ভোটের অধিকার, বাঁচার অধিকার, মত প্রকাশের অধিকার করার অধিকারের জন্য। এই আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্ত করার জন্য, এই আন্দোলন দেশনায়ক তারেক রহমানের নির্বিঘ্নে স্বদেশ প্রত্যবর্তব নিশ্চিত করার জন্য, এই আন্দোলন নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠ নির্বাচনের জন্য। তাই আগামী ১৯ নভেম্বর বিভাগীয় গণসমাবেশে সিলেটবাসীকে শতষ্ফোর্ত ভাবে অংশ নিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে কড়া বার্তা দিতে হবে।
শুক্রবার বিকেলে আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে গোলাপগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই দেশ কারো পৈত্রিক সম্পত্তি নয়, দেশের মালিক জনগন। সিলেটের গণসমাবেশে জনস্রোতের আবাস পেয়ে সরকার দিশেহারা হয়ে গেছে। তারা প্রশাসনকে ব্যাবহার করে বিভিন্ন এলাকাশ বিএনপির প্রচার কার্যক্রমে বাঁধা দিচ্ছে। কোন বাঁধা বিপত্তিই আগামী ১৯ নভেম্বরের জনতার জোয়ারকে আটকানো যাবেনা।
গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামিলীগ মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে দেশকে দেউলিয়ার পর্যায়ে নিয়ে এসেছে। তারা আজ জনগণকে বিদ্যুৎ দিতে পারছেনা, অথচ এক সময় এই বিদ্যুৎ নিয়ে সরকারের লোকেরা দম্ভোক্তি করেছিলো। আজ দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে, সরকার জনগণকে কম খাওয়ার পরামর্শ দিচ্ছেন। অথচ তারা লুটপাটের টাকায় দেশে-বিদেশে আয়েশী জীবন-যাপন করছেন। সকল দমন-পীড়ণ উপেক্ষা করেই দেশের মানুষ এদেরকে ক্ষমতা টেনে হিঁচড়ে নামিয়ে আনবে। তাই আওয়ামিলীগের এসব অপকর্মের প্রতিবাদ জানাতে সআাইকে ঐক্যবদ্ধভাবে আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ যোগদান করতে হবে। পৃথিবীর কোন ফ্যাসিষ্ট টিকে থাকতে পারে নাই, আওয়ামীলীগও পারবে না ইনশাআল্লাহ।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা মামুন রশিদ মামুন, ইসতিয়াক আহমমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহীন, গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, নেমান উদ্দিন মুরাদ, মনিরুজ্জামান উজ্জল, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট আবু তাহের, ময়নুল হক, ফয়সল আহমদ, মামুনুর রশিদ, এডভোকেট মোস্তাক আহমদ, অ্জীুন ঘোষ, আক্তার হোসেন রাজু, আহাদ চৌধুরী শামীম, আজিজুল ইসলাম আজিজ, জামিল আহমদ চৌধুরী, মিনহাজ আহমদ চৌধুরী, লিটন আহমদ, কাজী মেরাজ, এডভোকেট মামুন আহমদ রিপন, তোফায়েল আহমদ, আব্দুস সালাম টিপু, জোনাক আহমদ প্রমূখ।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে আাগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত প্রচার মিছিল ও প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, ফালাকুজামান জগলু, হাজী তাজরুল ইসলাম তাজুল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদ, বিএনপি নেতা মাহবুবুল হক, মনিরুল ইসলাম তুরন, লোকমান আহমেদ, নিজাম উদ্দিন তরফদার, মাহমুদ আলী, হাজী আসাদ, হাজী পাবেল, আব্দুস সালাম টিপু, তোফায়েল আহমেদ, বাবল আহমেদ রনি, সোহেল ইবনে রাজা, মোবারক হোসেন তুহিন, মকসুদুল করীম নোহেল, রায়হানুল হক, ফয়জুল ইসলাম পীর, আনোয়ার আহমেদ, সাদেক আহমেদ, আশিক আলী, মন্তাজ আলী ঠাকুর, নজমুল ইসলাম, দুলাল আহমেদ, রুশন আলী, রিপল আহমেদ, নাহিদ আহমেদ, মজন আলী মজন, সোহানুর রহমান সামাদ, হুমায়ুন আহমেদ, মেহেদী হাসান সাজাই, রেদুয়ান আহমেদ, সালাউদ্দিন লিটন, মনজু আহমদ মঞ্জু, সাদিকুর রহমান নাঈম, বাবলা মিয়া, আব্দুল গফুর, রাজ খান ইমন, আদনান আহমদ, আবু সাহেদ, মাসুদ আহমদ, সেবুল আহমেদ, আব্দুস সামাদ, তানভীর আহমেদ, জহুরুল আলম, সানোয়ার বক্ত, ফাহিমুল ইসলাম ফাহিম, শাহ সানী, মামুন আহমেদ, সানুর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech