ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩
বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে নিজ উদ্যোগে শিশুদের মধ্যে এ গাছের চারাগুলো তুলে দেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক আহবায়ক কমিটির সদস্য ফয়সল আহমদ।
এসময় সাবেক ছাত্রলীগ নেতা আউলাদ হুসাইন হিমেল, ইফতি রাহাত রাব্বি, রিয়াদসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক আহবায়ক কমিটির সদস্য ফয়সল আহমদ বলেন, দশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা, স্মার্ট বাংলাদেশ গড়তে ও সবুজায়ন এবং বনায়ন বান্ধব বাংলাদেশ গড়ে তুলার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আমরা উনার দেয়া নির্দেশনা মেনে কাজ করে যাচ্ছি। আজকে আমাদের ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শিক্ষার্থীদের গাছের চারা উপহার হিসেবে তুলে দিয়েছি আমাদের এমন কার্যক্রম চলমান থাকবে। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech