ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোয়ালনগর গ্রামে রড বোঝাই ভ্যানের ধাক্কায় নিলয় দাস(৮) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তার জানান, রোববার দুপুর ১২টার দিকে গোয়ালনগর গ্রামের বারেন্দ্র দাসের বাড়িতে ঘর তৈরির জন্য মাধবপুর বাজার থেকে রড ভর্তী একটি ভ্যান গাড়ী যাওয়ার পথে অসাবধানতাবশত নিলয় দাসের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সে ওই বাড়ির কর্তা বারেন্দ্র দাসের ছেলে ও ফুলকলি পৌর কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech