শায়েস্তাগঞ্জে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮

শায়েস্তাগঞ্জে যুবকের লাশ উদ্ধার

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে থানার পাশের একটি এলাকা থেকে অজ্ঞাত যুবকের(৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুর সাড়ে ১১টার দিকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। এসময় লাশের পাশ থেকে একটি চোলাই মদের পোটলা জব্দ করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তার পাশে একটি চোলাই মদের পোটলা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে-কেউ তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দিয়েছে। অথবা নিজেই পড়ে গিয়ে মারা গেছে।
ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সর্বশেষ ২৪ খবর