ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, জুন ৮, ২০২৪
এম এস সিদ্দিকী
অনেক জল্পনা কল্পনার পর সিলেট, গোয়াইনঘাট, বিছনাকান্দী লুনী ভাঙ্গা নামক গাঙ্গের সেতু উদ্বোধন করেন সাবেক প্রবাসী সমাজ ক্যালান মন্ত্রী বর্তমান সিলেট ৪ আসনের এম পি ইমরান আহমদ।
কাজ শুরু করা হয় দক্ষিন প্রান্ত থেকে,
প্রায় পিলার বসানোর কাজ প্রকীয়াধীন রয়েছে ,ঠিক এই মুহূর্ত আবস্থায় দেখা দিয়েছে উত্তর পাশের একটা প্রান্তে গ্যাস ,
সিলেট বন্যার আসার আগে এই পিলার””এর জায়গা খনন করা হয়, বন্যার কারনে কাজ স্থগিত হলে স্থানীয়”রা পানিতে ভুতভুত লক্ষ করেন””উক্ত স্থানে থেকে পানি শুকিয়ে গেলে এক পথযাত্রী দূমপান করে যাওয়া অবস্থায় এখানে সিকারেটের শেষ অংশ ফেলে এতে আগুনের ফুলকি দেখা যায়,,
পরে তা কমে আসে এবং একটা নির্দিষ্ট পরিমাণে জ্বলছে , স্থানীয়রা ভিড় জমায় কেউ চা- রান্না “কেউ আবার ডিম সিদ্ধ করছেন,
এই বিষয় স্থানীয় প্রশাসন উর্দ কর্মকর্তা ” দের””সাথে আলাপ করে পরবর্তী এখানে পর্যবেক্ষণ করে বিস্তারিত জানবেন দৈনিক বিজয় কন্ঠে কে ..।
এবং ব্রিজ এর কাজ যাতে না থামে এই বিষয় বিবেচনা করে ইঞ্জিনিয়ার এর মতামতে কাজ করার অনুরুধ এলাকাবাসীর,,
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech