ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বান্দেরবাজারে হবিগঞ্জ-১ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম পান্না আহত হয়েছেন।
বুধবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
ড. রেজা কিবরিয়া দুপুরে আউশকান্দি, সৈয়দপুর, কামারগাঁও, সাইনবোর্ড বাজার গণসংযোগ শেষে বান্দেরবাজার পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জসিমের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এসময় ছাত্রদল নেতা ফখরুল ইসলাম পান্নাকে টেনে-হেঁচড়ে নিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে ড. রেজার গাড়িবহরে থাকা অন্যান্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে আসেন।
ঘটনার পর নির্ধারিত ইনাতগঞ্জের পথসভা স্থগিত করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন ড. রেজা কিবরিয়া।
ড. রেজা কিবরিয়া তাঁর কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পূর্ব-পরিকল্পিতভাবে আমার নেতাকর্মীর উপর হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তি জোর দাবি জানাচ্ছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech