ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শহরের শান্তিবাগ পয়েন্টে ভারতীয় শাড়ি, কসমেটিক্স ও গাড়ি আটক করেছে সদর মডেল থানার পুলিশ। একই সাথে ট্রেড ফাস্ট কুরিয়ার লিমিটেডের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত অনুমান ১০টায় এই মালামাল আটক করা হয়।
আটকৃতরা হলেন, ট্রেড ফাস্ট কুরিয়ার লিমিটেড জেলা অফিসের জোনাল ম্যানেজার মামুন মিয়া ও সহ-ব্যবস্থাপক সীমান্ত বর্মন।
জানা যায়, ওইদিন রাতে বিশ্বম্ভরপুর উপজেলা থেকে (১১৭২৬১ ঢাকা মেট্রো-ম) নম্বর কাভারভ্যান গাড়ি দিয়ে সুনামগঞ্জ শহরের শান্তিবাগ পয়েন্ট এলাকায় ট্রেড ফাস্ট কুরিয়ার লিমিটেডের জেলা অফিসের সামনে আসে। ওই সময় সদর মডেল থানার পুলিশ খবর পেয়ে ভারতীয় মালামাল আটক করে থানায় নিয়ে আসে।
ট্রেড ফাস্ট কুরিয়ার লিমিটেড জেলা অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জের সীমান্ত এলাকায় তাহিরপুর উপজেলায়, বিশ্বম্ভরপুর উপজেলায় ও দোয়ারাবাজার উপজেলায় এবং জামালগঞ্জ ও দিরাই উপজেলায় তাদের অফিস রয়েছে। এসব অফিস থেকে কুরিয়ারের মালামাল সংগ্রহ করে নিয়ে আসা হয় জেলা অফিস সুনামগঞ্জ শহরের শান্তিবাগ পয়েন্ট এলাকায় অফিসে। এরপর এই মালামাল পাঠানো হয় সিলেট, ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে।
ট্রেড ফাস্ট কুরিয়ার লিমিটেডের অফিস ম্যানেজার শামীম আহমদ বলেন, শুক্রবার দিবাগত রাত অনুমান ১০টায় আমাদের অফিসের সামনে বিশ্বম্ভরপুর থেকে আসা (১১৭২৬১ ঢাকা মেট্রো-ম) নম্বর কাভার্ডভ্যান গাড়ি, অফিসের দুইজনসহ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, জেলার বিভিন্ন স্থান থেকে কুরিয়ারে মানুষ মালামাল পাঠান। কিন্তু এসব মালামাল খুলে দেখার সুযোগ নেই আমাদের। ভারতীয় মাল কুরিয়ারে আসায় পুলিশ আটক করে নিয়ে যায়। তিনি আরও জানান, এসব মালামালের মধ্যে ছিল ভারতীয় শাড়ি ও কসমেটিক্স।
এই প্রতিবেদক মোবাইল ফোনে যোগাযোগ করলে এসআই আব্দুস সবুর মিয়া বলেন, আপনি ওসি স্যারের সাথে কথা বললে ভাল হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, মালামাল, মাল বহনকারী গাড়ি ও লোক আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech