ঢাকা ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপরে সমিতির ২ নম্বর হলে সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির ৮ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক-১ মো. অ্যাডভোকেট সালেহ আহমদ হীরার ও যুগ্ম সম্পাদক-২ মাছুম আহমদ অ্যাডভোকেট এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ২০২৪ সনের ০১ জানুয়ারি হতে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অর্থ-বছরের নিরীক্ষক কয়ছর আহমদ অ্যাডভোকেট, দেবতোষ দেব অ্যাডভোকেট ও মোহাম্মদ ফরহাদ হোসেন খান অ্যাডভোকেট কর্তৃক প্রস্তুতকৃত বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন কমিটির আহবায়ক কয়ছর আহমদ অ্যাডভোকেট সভায় উপস্থাপন করেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) অ্যাডভোকেট ২০২৪ সনের কার্যনির্বাহী কমিটি কর্তৃক বিভিন্ন উন্নয়নমূলক কর্মতৎপরতার ভিত্তিতে ২০২৪ সনের বার্ষিক প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। সভা কর্তৃক উক্ত বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতভাবে অনুমোদিত ও গৃহীত হয় এবং নিরীক্ষা প্রতিবেদনটি সর্বসম্মতভাবে সভায় অনুমোদিত ও গৃহীত হয়।
নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ তারেক গত ১৬- তারিখে অনুষ্ঠিত সমিতির বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণাপূর্বক তাহার লিখিত প্রতিবেদন সভায় পাঠ করেন। প্রধান নির্বাচন কমিশনার সভায় উপস্থিত নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) অ্যাডভোকেট, সহ সভাপতি-১ জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) অ্যাডভোকেট, সহ সভাপতি-২ মোহাম্মদ মখলিছুর রহমান অ্যাডভোকেট, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জোবায়ের বখ্ত জুবের অ্যাডভোকেট, যুগ্ম সম্পাদক-১ মো. অহিদুর রহমান চৌধুরী অ্যাডভোকেট, যুগ্ম সম্পাদক-২ মো. রব নেওয়াজ রানা অ্যাডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান অ্যাডভোকেট, সহ-সমাজ বিষয়ক সম্পাদক সৈয়দ রাব্বী হাসান তারেক অ্যাডভোকেট, লাইব্রেরী সম্পাদক হেনা বেগম অ্যাডভোকেট, প্রধান নির্বাচন কমিশনার মো. ছয়ফুল আলম অ্যাডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার মো. আব্দুল্লাহ আল হেলাল অ্যাডভোকেট ও মো. কাওছার জুবায়ের অ্যাডভোকেট, সহ-সম্পাদক এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ অ্যাডভোকেট, সাহেদ আহমদ অ্যাডভোকেট ও কাওছার আহমদ অ্যাডভোকেট, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ হলেন মো. গিয়াস উদ্দিন অ্যাডভোকেট, এ.এস.এম. আব্দুল গফুর অ্যাডভোকেট, এ.কে.এম. ফখরুল ইসলাম অ্যাডভোকেট, মো. জামিলুল হক জামিল অ্যাডভোকেট, আব্দুল মালিক অ্যাডভোকেট, কল্যাণ চৌধুরী অ্যাডভোকেট, আশিক উদ্দিন (আশুক) অ্যাডভোকেট, জুবের আহমদ খান অ্যাডভোকেট, আবু মো. আসাদ অ্যাডভোকেট, মো. আলীম উদ্দিন অ্যাডভোকেট ও মো. ছয়ফুল হোসেন অ্যাডভোকেটগণকে সভার সম্মুখে পরিচয় করিয়ে দেন।
নবনির্বাচিত সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) অ্যাডভোকেট ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জোবায়ের বখ্ত জুবের অ্যাডভোকেটসহ সকল সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন সদ্য বিদায়ী সহ সভাপতি-১ মো. জালাল উদ্দিন অ্যাডভোকেট ও সহ সভাপতি-২ মো. নুরুল আমিন অ্যাডভোকেট এবং যুগ্ম সম্পাদক-১ মো. সালেহ আহমদ (হীরা) অ্যাডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মাছুম আহমদ অ্যাডভোকেট।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে বার্ষিক সাধারণসভা করতালির মাধ্যমে স্বাগত জানান। নবনির্বাচিত সভাপতি ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাঁহাদের স্বাগত বক্তব্যে বলেন সংবিধান অনুযায়ী বারের মান মর্যাদা অক্ষুন্ন রাখতে সর্বদা সচেষ্ট থাকবেন। বারের যাবতীয় কাজ সংবিধান অনুযায়ী করিতে বদ্ধ পরিকর। তাঁদেরকে নির্বাচিত করায় সম্মানিত সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহ সম্পাদক মো. বদরুল আলম শিপন অ্যাডভোকেট এবং গীতা পাঠ করেন সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাস চৌধুরী অ্যাডভোকেট, বিদায়ী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে বার্ষিক সাধারণ সভার সভাপতি ও বিদায়ী সভাপতি মি. অশোক পুরকায়স্থ অ্যাডভোকেট তাহার বক্তব্যে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন এবং সভাপতি হিসেবে গত দু’বছর দায়িত্বকালীন সময়ে সকলে আন্তরিক সাহায্য ও সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech