ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪
বিজয়ের কণ্ঠ ডেস্ক
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি করবে না সরকার। বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি প্রবেশ করবে না।’ আসছে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রমজান মাসে পণ্যের দামে স্বস্তি থাকবে।’
পণ্যের বাজার স্থিতিশীল কিনা এমন প্রশ্নে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাজার স্থিতিশীল না, সেটা আমি মনে করি না। দাম কিছুটা কমেছে। আমরা চাল-মসুর ডাল আমদানির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘সয়াবিন তেলের দাম অনেক বেড়েছে। সেটা কীভাবে, কতটুকু কমিয়ে আনা যায় আমরা আলাপ-আলোচনা করছি। সয়াবিন তেল আমদানি হচ্ছে। সয়াবিন তেলের ওপর শুল্ক কমিয়ে দিয়েছি। অতএব একটু ধৈর্য ধরুন।’
আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘ভারত থেকে চাল আমদানি করবো কি করবো না তা ম্যাটার করে না।’
পশ্চিমবঙ্গের এক রাজনীতিকের বাংলাদেশে আলু-পেঁয়াজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি কূটনীতিকদের বিষয়। তারা দেখবেন।’ ভারতে যদি অতিরিক্ত চাল-পেঁয়াজ উৎপাদিত হয় তখন তারা সেটা কোথায় বিক্রি করবে বলেও প্রশ্ন রাখেন ড. সালেহউদ্দিন আহমেদ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech