দোয়ারাবাজারে কোরআন অবমাননা : ৫ দিনের রিমান্ডে অভিযুক্ত আকাশ

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪

দোয়ারাবাজারে কোরআন অবমাননা : ৫ দিনের রিমান্ডে অভিযুক্ত আকাশ

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কোরআন অবমাননায় অভিযুক্ত যুবক আকাশ দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক নির্জন কুমার মিত্র রিমান্ডের এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আকবর হোসেন।
জানা যায়, গত মঙ্গলবার রাতে ফেসবুকে একটি পোস্টের কমেন্টে পবিত্র কোরআন শরীফের অবমাননাকর একটি ছবি উপজেলার মংলারগাঁও গ্রামের আকাশ দাস পোস্ট করেছেন বলে ফেসবুকে ছড়িয়ে পড়।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় ক্ষুব্ধ মুসলিমরা উপজেলা সদরে জড়ো হতে থাকলে পুলিশ তাৎক্ষনিক আকাশ দাসকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় বিক্ষুব্ধ জনতা উপজেলা সদর ও মংলারগাঁও গ্রামে একাধিক হিন্দু মন্দির, বেশ কিছু বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাট চালান।
পরে সেনাবাহিনী ঘটনাস্থলে আসার পর এলাকার ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় উত্তেজিত জনতাকে শান্ত করা হয়। এর ঘটনায় পরদিন সাইবার নিরাপত্তা আইনে আকাশ দাসকে আসামী করে মামলা দায়ের কর পুলিশ। সেদিনই আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
পরবর্তীতে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও উপজেলার হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে মংলারগাঁও গ্রামে অস্থায়ী ক্যাম্প বসায় সেনাবাহিনী। এছাড়াও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর