শাল্লায় বেগম রোকেয়া দিবস উদযাপন

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪

শাল্লায় বেগম রোকেয়া দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, শাল্লা
বেগম রোকেয়ার অবদানকে স্মরণ করে নারীর ক্ষমতায়ন ও শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, অধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনন্য অর্জনের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করা হয়। মহীয়সী এ নারীর পুরো নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। জীবিত অবস্থায় বেগম রোকেয়া সব সময়ই লড়ে গেছেন নারীর অধিকার প্রতিষ্ঠায়। নারীরাও যে মানুষ, তাদেরও যে রয়েছে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার তিনিই প্রথম বলেছেন বলিষ্ঠ কণ্ঠে। রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে দুইজন সফল নারী উক্তোতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর’২৪) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর শাল্লার আয়োজনে এ দিবস উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান, উপজেলা পর্যায়ে নারী উদ্যোগতাগণ, গণমাধ্যমকর্মী, উপজেলা কৃষি কর্মকর্তা সহ আরো অনেকেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান তার বক্তব্যে সমাজে নারীর ভূমিকা তুলে ধরেন। এর আগে উপজেলা প্রশাসন এর সামন হতে র‌্যালী শুরু করে স্থানীয় বাজার প্রদক্ষিন করে পুনরায় উপজেলার ভবনের সামনে এসে শেষ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর