সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার কিবরিয়া

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার কিবরিয়া

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ(সেবা) অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখার জন্য সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়া হয়। এসময় তাঁর হাতে শুভেচ্ছা স্মারক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন। এসময় জেলার সকল উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গোলাম কিবরিয়া হাসান গত ২০ সেপ্টেম্বর ছাতক থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। যোগদানের শুরুতেই মাদকের বিরুদ্ধে একাধিক অভিযান, মামলা নিষ্পত্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গ্রেফতারি পরোয়ানা কার্যকর, সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখা, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ সুষ্ঠু সুন্দরভাবে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখেন। তার এই ভূমিকার কৃতিত্ব হিসাবে জেলার ওসিদের মধ্যে তাকে শ্রেষ্ঠ (সেবা) ওসির সম্মানে ভূষিত করা হয়।
ওসি কিবরিয়া বলেন, এই অর্জন পেশাগত জীবনকে সামনের দিকে এগিয়ে নিবেন। কাজের অনুপ্রেরণা যোগাবে। এই অর্জন ধরে রাখতে তিনি ছাতক থানার অন্যান্য পুলিশসহ ছাতক উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর