ছাতকে উপ-প্রশাসনিক কর্মকর্তা অরুন অধিকারীকে সংবর্ধনা

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

ছাতকে উপ-প্রশাসনিক কর্মকর্তা অরুন অধিকারীকে সংবর্ধনা

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা অরুন অধিকারীর চাকুরি থেকে অবসর জনিত কারণে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সাকির আমিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু নাছির।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ- প্রশাসনিক কর্মকর্তা অরুন অধিকারী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়, সহকারী উপ-প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জয়দেব চন্দ্র দেবনাথ, সার্টিফিকেট সহকারী কমলেশ চক্রবর্তী অপু, উপ-প্রশাসনিক কর্মকর্তা আসাদ আলী, ভূমি অফিসের অফিস সহকারী দিলোওয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এখলাছুর রহমান ফয়েজ, এমএলএসএস আজাদুর রহমান, এল জি ই ডি ঠিকাদার সিদ্দিকুর রহমান, উপজাতি সংগঠনের নেতা নিশি কান্ত সিংহ, সাখাওয়াত হোসেন, ইজাজুল ইসলাম, মিলন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিতরিকুল ইসলাম বলেন, সরকারি সেবা প্রদান করতে গিয়ে অরুন অধিকারী মানুষের মনজয় করে যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা প্রশংসনীয়। আপনার কর্মদক্ষতা ও বিচক্ষণতা তাৎক্ষণিক সমাধান দেয়া এবং সঠিক পরামর্শ আমাদের দাপ্তরিক কাজকে আরো বেগবান করতে সহায়তা করবে। আপনার বৈচিত্র্যময় জীবন আরও সুন্দর ও সুখের হোক। বাকি দিনগুলো পর্যটনীয় এলাকার দৃশ্য উপভোগ করে সুখে শান্তিতে কাটুক এই কামনাই করি। অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অরুন অধিকারীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর