সুনামগঞ্জে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪

সুনামগঞ্জে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
আজ ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে সকাল ১০টা থেকে সুনামগঞ্জ পিটিআই বধ্যভূমিতে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।
সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর