ঢাকা ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
ঢাকার টঙ্গীর তুরাগ নদের তীরের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ইজতেমা ময়দানে ৫ মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের ২ মুসল্লি রয়েছেন।
জানা যায়, দ্বিতীয় দিনে হবিগঞ্জ জেলার সদর উপজেলার রামনগর এলাকার মৃত দোস্ত মোহাম্মদ এর ছেলে রমিজ আলী (৬০) ও বাহুবল উপজেলার মৃত নওয়াব উল্লাহর ছেলে ইয়াকুব আলী (৬০) মারা যান।
এরআগে, প্রথম দফার ইজতেমায় আরও ৩ মুসল্লি মারা যান। তারা হলেন হাজী আব্দুল গফুর (৭৫), আব্দুল কুদ্দুস গাজী (৬০) ও ছাবেত আলী (৭০)।
মাওলানা আহমাদ লাটের বক্তব্যের মধ্য দিয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হয় বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত শুরু হয় সকাল ৯.১১ মিনিট আর শেষ হয়েছে ৯.৩৫ মিনিটে। মোনাজাত পরিচালনা করেছেন, মাওলানা জুবায়ের (বাংলাদেশ)। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের ইজতেমার প্রথম পর্বের প্রথম দফা। সোমবার থেকে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা রয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মুনাজাতে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা।
ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের বাসিন্দারা। এছাড়া ৭১ দুই হাজারের বেশি বিদেশি মেহমানও এতে অংশ নিয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech