ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮
কওমি মাদরাসা দেশ, জাতি, ইসলাম ও মুসলিম উম্মাহর ঈমান রক্ষার দূর্গ। কওমি মাদরাসা হচ্ছে ঈমান-ইসলামের অনন্য বাতিঘর। সঠিক পথের দিশারী। বাতিল শক্তি যখন সবদিক থেকে ঈমানের উপর হানা দেয়, তখন জাতির ঈমানকে হেফাজতজকের উদ্দেশ্যে হকের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যান কওমি আলেমসমাজ। পরাশক্তি তখন পালায়ন করতে বাধ্য হয়। তাই দ্বীন রক্ষার অনন্য দূর্গ এসমস্ত কওমি মাদরাসাকে যেকোন মূল্যে হেফাজত করতে হবে।
সিলেটের শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার ৯৯ তম বার্ষিক মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
বুধবার (২৬ ডিসেম্বর) সকাল দশটা থেকে শুরু হয়ে ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্য দিয়ে সমাপ্ত হওয়া সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার বার্ষিক মাহফিলে বিভিন্ন অধিবশনে সভাপতিত্ব করেন, জামেয়ার বর্ষীয়ান শায়খুল হাদিস আল্লামা শিহাবুদ্দিন, মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, শায়খে সানি আল্লামা নজির আহমদ ঝিঙ্গাবাড়ি।
মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি, শায়খুল হাদিস আল্লামা শায়খ আহমদ চট্টগ্রাম, শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জ, শায়খুল হাদিস আল্লামা সাজিদুর রহমান বি-বাড়িয়া, কাজিরবাজার মাদরাসার শায়খুল হাদিস আল্লামা আহমদ আলী, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরি, মাওলানা ড. আ ফ ম খালেদ হুসাইন চট্টগ্রাম, দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম জাকারিয়া, শায়খুল হাদিস আল্লামা আবদুশ শহীদ গলমুকাপন, শায়খুল হাদিস মাওলানা আবদুল মালিক রুপসপুরী, শায়খুল হাদিস মাওলানা সাজিদুর রহমান সুনামগঞ্জী, মাওলানা শায়খ আবদুস সালাম বাগরখলী, মাওলানা তাফহীমুল হক, মুফতি মুজিরুদ্দীন সিলেট, হাফিজ মাওলানা এহতেশামুল হক ক্বাসিমী, মুফতি আমীরুল ইসলাম, মুফতি মুশাহিদ কাসিমী মৌলভীবাজার, মাওলানা ইকবাল হুসাইন লন্ডন জামেয়া রেঙ্গার শিক্ষক মাওলানা আহমদ কবীর খলীল, মুফতি মিজানুর রহমান প্রমুখ উলামায়ে কেরাম। দিনরাত ব্যাপি উক্ত মাহফিলে বৃহত্তর সিলেটের প্রত্যন্ত এলাকা থেকে সর্বমহলের মুসল্লিদের সমাগম ঘটে। আগত মুসল্লিদের নিরবচ্ছিন্ন অবস্থান পরদিন ফজর পর্যন্ত অব্যাহত ছিলো।
রাতের শেষ প্রহরে জামেয়ার মুহতামিম শায়খ মাওলানা মুহিউল ইসলাম বুরহান সাহেব জিকির- আজকার করে দেশবিদেশের সকল মানুষের কল্যাণ কামনায় মোনাজাত করেন এবং বাদ ফজর জামেয়ার শায়খুল হাদিস আল্লামা শিহাবুদ্দিনের আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech