ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল বলেছেন, পৃথিবীকে সকলের বসবাসযোগ্য করে গড়ে তোলার দায়িত্ব প্রতিটি সচেতন মানুষের। অটিস্টিক শিশুদেরকে সমাজ বা পরিবারের বোঝা মনে না করে, বরং এদের আদর সোহাগ করে, এদেরকে ভাল ব্যবহার দেখিয়ে এবং এদের সাথে ভাল আচরণ করে এদের আত্মমগ্নতা দূর করার চেষ্টা করতে হবে। এতে অটিস্টিক শিশুর ভেতর থেকে বুদ্ধিমত্তা জেগে উঠার সম্ভাবনা ব্যাপক। তাতে প্রতিবন্ধী শিশু বোঝা না হয়ে বরং সম্পদ হয়ে উঠবে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় মোগলাবাজারস্থ অটিজম গার্ডেনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
“অটিষ্টিক শিশু শুধু মা-বাবার নয়, ওরা আমাদেরই আপনজন” স্লোগানকে ধারণ করে অটিজম গার্ডেনের পথচলা শুরু হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন লতিফা শফি চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খাঁন, ব্রাক এডুকেশন প্রোগ্রামের সিনিয়র এড়িয়া ম্যানেজার কোহিনূর বেগম, অটিজম গার্ডেনের চেয়ারম্যান বিশ্বজীৎ চক্রবর্তী, অটিজম গার্ডেনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ছরওয়ার মুর্শেদ ডালিম, সাধারণ সম্পাদক মো: মিনহাজ আহমদ, ধর্ম-সম্পাদক মো: মুমিনুল ইসলাম, সদস্য গোলাম সরওয়ার নোমান, রাসেল আহমদ, পলাশ ভট্টাচার্য,মো: নাসির উদ্দিন, পিন্টু দাস, ফাহিমা বেগম, শাহিন আহমদ, আবু বক্কর আল-আমিন, শাহজাহান খাঁন প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech