ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯
সিলেটের বৃহত্তর কামালবাজার এলাকার প্রতিটি গ্রামে বৃহত্তর কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইউ কে)-এর পক্ষ থেকে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
কামালবাজার এলাকার ছোট দিঘলী, সইদপুর, রাউতরগাঁও, পেছি খুরমা, ধঁরগাও, গুপ্তরগাঁও, নভাগ, তালিব পুর, সুনাপুর, বেটুয়ার মুখ, মাধবপুর, মীরগাঁও, গাংপার, তেঘরী, মানিকোনা, শেখরগাঁও, সুতার পারা, কুড়িগ্রাম, লালটেক, পেশকারগাঁও, হইধর পুর, রামপুর, ডরসা, র্কম কলাপাতি, পুরানগাঁও, লালপুর, মত্রাশপুর, বসন্তরাগাঁও-এর হতদরিদ্র বাসিন্দাদের মাঝে বিতরণের জন্য গ্রাম্যপ্রতিনিধিদের হাতে কম্বলগুলো তোলেদেন ট্রাস্টের চেয়ারম্যান এমদাদুর রহমান।
শীতবস্ত্র বিতরণের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- হইদরপুরের গিয়াস উদ্দিন রানা, বটতলার নাজমুল ইসলাম রুহেল, পেছি খুরমার ওছিক মিয়া, রাউতরগাঁয়ের আব্দুল হামিদ, গুপ্তরগাঁয়ের ইকবাল হোসেন তিতন, আল-আমিন এবং আব্দুল ওয়াহিদ, মাধবপুরের আব্দুল আহাদ, বেটুয়ারমুখের আমিনুল ইসলাম, ছোট দিঘলীর আব্দুল রহিম, সইদপুরের সুহেল মিয়া, ধরগাঁয়ের জিয়া, হামিদ, রাজু, শাহিন, আহমেদ ও সামাদ, নভাগের এনামুল হক মাক্কু, মিরেরগাঁয়ের লিলু মিয়া, কুড়িগ্রামের সুমন মিয়া, পুরানগাঁয়ের খালেদ, বসন্তরা গাঁয়ের সামসুল হক, লালটেকের আজম আলী, পেশকার গাঁয়ের মাসুক মিয়া, হইদরপুরের স্বপন, রামপুরের মোঃ মকব্বির আলী, দর্শার আব্দুন নুর, হরিপুরের সুয়েব মিয়া, সুনাপুরের আব্দুল আহাদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech