নবীগঞ্জে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৯

নবীগঞ্জে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জ সংবাদদাতা
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নবীগঞ্জে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া।

শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় তিনি খাদ্য সামগ্রী ও শহরের গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয়ের সামনে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি সাইফুর রহমান মালিক, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, উপজেলা মৎসজীবি দলের সভাপতি সাহেব আলী, ওলামা দলের নেতা মোস্তফা আল হাদী, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুকন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মিটন আহমেদ, সদস্য তৌহিদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শেখ শিপন, মুরাদ আহমেদ প্রমুখ।

সর্বশেষ ২৪ খবর