ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯
হবিগঞ্জ সংবাদদাতা
আবহমান বাংলার হাজার বছরের প্রাচীন ঐতিহ্যবাহি সংস্কৃতি কালের বিবর্তনে ধীরে ধীরে হারাতে বসেছে। ঢাক-ঢোল বাজিয়ে জাকজমকপুর্ণ সংস্কৃতির নানা উৎসবমালা এখন চোখে পড়েনা বললেই চলে। গ্রামের পথে প্রান্তরে বসা সংস্কৃতির নানা উৎসবমুখর অনুষ্ঠান বর্তমান সময়ে অদৃর্শ্য। হারানো এই সংস্কৃতিকে ফিরে পেতে হবিগঞ্জ সদর উপজেলার কটিয়াদি বাজারে মঞ্চস্থ করা হয়েছে ‘রহিম বাদশা-রূপবান কন্যা’।
লস্করপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরোর সার্বিক তত্ত্বাবধানে যাত্রাপালাটির প্রযোজনা করেন আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল।
সম্রাট মাহমুদ হাসান এবং সুজন আহমেদের পরিচালনায় যাত্রাপালাটি পরিবেশনা করে কটিয়াদি বাজার স্টার নাট্যগোষ্ঠী। সোমবার দিবাগত রাতে কটিয়াদি বাজার সংলগ্ন মাঠে মঞ্চস্থ হওয়া যাত্রাপালাটি দেখতে সহস্রাধিক নারী-পুরুষের সমাগম ঘটে।
হবিগঞ্জ সদর উপজেলার কটিয়াদি বাজার, শরীফপুর, সুলতানশী, হাতিরথান, চানপুর, মশাজান, আব্দাবকাই, আউশপাড়া, চরহামুয়া, বনদনি, নতুন বাজার, গোপায়া, তেতুইয়া, বাহুবল উপজেলার তারাপাশা, কাজীহাটা, হাজিপুর, চানপুর, নন্দনপুর, লামাতাসিসহ জেলার বিভিন্নস্থান থেকে আসা দর্শনার্থীদের ভীড় ছিল চোখে পড়ার মত। রুচি সম্পন্ন হৃদয়বিদারক মঞ্চস্থ হওয়া ওই যাত্রাপালায় প্রধান চরিত্র রূপবানের অভিনয় সকলের হৃদয়ে দাগ কাটে। সকল অভিনয় শিল্পীদের কলা কৌশল ছিল মনোমুগ্ধকর। এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা সারা রাতব্যাপী যাত্রাপালা ‘রহিম বাদশা-রূপবান কন্যা’ পালাটি উপভোগ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech