হবিগঞ্জে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৫০

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৯

হবিগঞ্জে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় টেটাবিদ্ধ ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে অপর ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের জিটকা গ্রামের স্থানীয় প্রাইমারী স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে গ্রামের সুরুত আলীর সাথে আবু মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরেই বৃহস্পতিবার দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে টেটাবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ এড়াতে এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

সর্বশেষ ২৪ খবর