মামুন চৌধুরী ট্রাস্টের দিনব্যাপী ফ্রি চিকিৎসা ও ঔষধপত্র বিতরণ

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯

মামুন চৌধুরী ট্রাস্টের দিনব্যাপী ফ্রি চিকিৎসা ও ঔষধপত্র বিতরণ

আর্ত-মানবতার কল্যাণে সাড়া দিয়ে অসহায় ও দুস্থদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়েছে মামুন চৌধুরী ট্রাস্ট। শনিবার দিনভর সিলেটের হবিগঞ্জ জেলার ময়নাবাদ মফিজ উদ্দীন দাখিল মাদ্রাসায় মামুন চৌধুরী ট্রাস্ট-এর উদ্যোগে অনুষ্ঠিত হেলথ ক্যাম্পেইনে ৫ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবাসহ বিনামুল্যে ঔষধপত্র বিতরণ করা হয়। এছাড়াও ক্যাম্পেইনে ৩ শতাধিক মানুষের ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় ও ২ শতাধিক মানুষের ডায়বেটিস পরীক্ষা করা হয়।

হেলথ ক্যাম্পেইনে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারী বিভাগের আবাসিক সার্জন ডা: মো মিজানুর রহমান, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল বায়োকেমিস্ট্রির প্রভাষক ডা: ফখরুল আনাম খান ও কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডা: তাহমিদ আব্দুল্লাহ চৌধুরী, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা: কাজী মো: ফুরকান, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা: সাইয়্যেদ নাহিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন- পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ডা: আবু সাঈদ, ডা: হুসাইন মোস্তাক তানিম, ডা: নাবিলা আক্তার মুমু, ডা: দীপ্ত শর্মা, ডা: ফয়জুল হাসান চৌধুরী, ডা: আমিরুল হক, ডা: সাদিকুল ইসলাম, ডা: কামরুল হাসান, ডা: সঞ্জয় দাস, ডা: খাইরুল হোসেন লিমন, ডা: ফাতেমা জান্নাত, ডা: নওশিন আন্জুম শর্মী, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ডা: তাফহিমুল ইমাম চৌ, নর্থ ইস্ট মেডিকেল কলেজের ডা: অনিক প্রমুখ।

হেলথ ক্যাম্পেইনের প্রথম ধাপটি, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে, এ ধাপে প্রায় ২০০ এর অধিক মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। ২য় ধাপটি দুপুর ৩টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে, এ ধাপে আরো ৩০০ এর অধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও বিনামুল্যে ঔষধপত্র বিতরণ করা হয়। ক্যাম্পেইনের শেষের দিকে এলাকার মানুষদেরকে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

সর্বশেষ ২৪ খবর