ওয়াসিমের দাফন সম্পন্ন মামলা করবে না পরিবার

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৯

ওয়াসিমের দাফন সম্পন্ন  মামলা করবে না পরিবার

নিজস্ব প্রতিবেদন
মৌলভীবাজারের শেরপুরে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম আফনান হত্যার ঘটনায় কোনো মামলা করবে না নিহতের পরিবার।

রোববার এমনটিই জানিয়েছেন নিহতের চাচা মফিজুর রহমান। তিনি বলেন,আমাদের সবার আদরের সন্তানটি চলে গেছে। আমাদের ছেলেকে তো আর ফিরে পাব না, তাই মামলা করে কি করব? আমাদের তিপূরণেরও দরকার নেই।

শনিবার রাতে ময়নাতদন্ত ছাড়াই ওয়াসিমের মরদেহ ওসমানী হাসপাতাল থেকে নিয়ে যায় পরিবার। রোববার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামের বাড়িতে জানাযা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।

তবে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহাম্মদ বলেছেন, এটি একটি হত্যাকান্ড। তাই পরিবারকে মামলা করতে অনুরোধ করা হবে। পরিবার রাজী না হলে পুলিশই বাদী হয়ে মামলা দায়ের করবে।

সর্বশেষ ২৪ খবর