বিশ্বনাথে ৮ মাসেও ধরা পড়েনি রব হত্যা মামলার আসামী

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮

বিশ্বনাথে ৮ মাসেও ধরা পড়েনি রব হত্যা মামলার আসামী

নিজস্ব প্রতিবেদন
সিলেটের বিশ্বনাথে আলোচিত আবদুর রব হত্যা মামলার ৮ মাস পেরিয়ে গেলেও আসামীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে জনমনে নানা রহস্যের সৃষ্টি হয়েছে। আসামী গ্রেপ্তারে পুলিশের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে, থানা পুলিশের দাবী আসামীদের গ্রেপ্তারে অধিকতর তৎপরতা চালাচ্ছেন তারা। অনেকবার অভিযানও পরিচালনা করা হয়েছে।

জানা গেছে, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারী সোমবার সকালে বিরোধপূর্ণ জায়গার ডোবাতে মাছ ধরতে গিয়ে আপন চাচা আশিক মিয়া দের হামলায় আহত হন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তিলকপুর প্রকাশিত গোমরাগুল গ্রামের মৃত রশিদ আলীর পুত্র আবদুর রব। গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দু’দিন পর ২১ ফেব্রুয়ারী বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ওইদিন রাতেই বিশ্বনাথ থানায় মামলা (নং-১৭) দায়ের করেন তার ভাই আবদুল কুদ্দুছ। এতে ৩জনের নামোল্লেখ করে ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়। নামোল্লেখিত আসামীরা হলেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তিলকপুর প্রকাশিত গোমরাগুল গ্রামের মৃত আবরু মিয়ার পুত্র আশিক মিয়া, তার অপর দুই পুত্র এমরান মিয়া ও কামরান মিয়া। ঘটনার পরপরই তারা আত্মগোপনে চলে যায়।

বাদী আবদুল কুদ্দুছ অভিযোগ করেন, থানা পুলিশ আসামী ধরছে না। চার্জশীটও দিচ্ছে না। এতদিন পেরিয়ে গেলেও আসামী ধরতে শুধুই কালপেন করছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সবুজ কুমার নাইডু বলেন, আসামীদের গ্রেপ্তারে অধিকতর তৎপরতা চালানো হচ্ছে।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, আসামীদেরকে ধরতে পুলিশ অনেকবারই অভিযান চালিয়েছে। বারবারই তারা কৌশলে সটকে পড়েছে। তারপরও তাদেরকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। কৌশলগত কারণে আসামী গ্রেপ্তারের পরপরই চার্জশীট দেয়া হবে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর