ছেলে ধরা গুজব রোধে বিশ্বনাথে পুলিশের প্রচারণা

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

ছেলে ধরা গুজব রোধে বিশ্বনাথে পুলিশের প্রচারণা

বিজয়ের কন্ঠ ডেস্ক ::: ছেলেধরা গুজবরোধে সিলেটের বিশ্বনাথে সচেতনতামুলক প্রচার প্রচারণা, সভা ও মাইকিং অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবারও ছেলেধরা গুজবের বিরুদ্ধে দেওকলস হাইস্কুল এন্ড কলেজে থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা করা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজবে দেশের ভিক্ষুকরাও বিপাকে পড়েছেন। ছেলেধরা সন্দেহে গণপিঠুনি থেকে রেহাই পেতে তারাও পরিচয়পত্র সাথে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন। আসলে ছেলধরা কিংবা বিদ্যুৎ না থাকা এটি একটি গুজব ছাড়া আর কিছু নয়। এরআগে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সর্বত্র মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়।

দেওকলস হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ। এসময় থানার এসআই লিটন রায়সহ ওই স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর