বিশ্বনাথে বন্যা দূর্গতদের মাঝে খাজাঞ্চী ইউনিয়ন প্রবাসী জনকল্যাণ সংস্থা’র চাল বিতরণ

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৯

বিশ্বনাথে বন্যা দূর্গতদের মাঝে খাজাঞ্চী ইউনিয়ন প্রবাসী জনকল্যাণ সংস্থা’র চাল বিতরণ

সৌদি আরবের জেদ্দায় বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রবাসীদের নব-গঠিত সমাজসেবামূলক সংগঠন ‘খাজাঞ্চী ইউনিয়ন প্রবাসী জনকল্যাণ সংস্থা’র উদ্যোগে বন্যা দূর্গতদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) দুপুর খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ করা হয়।
সংগঠক আবুল বশরের সভাপতিত্বে চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য কবির আহমদ কুব্বার, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ।
ছাত্রনেতা লায়েক হাসান অভি’র পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রবাসী ইলিয়াস আলী, এলাকার মুরব্বি ওমর ফারুক (সাবেক মেম্বার), হুসিয়ার আলী, ইউপি মেম্বার শফিক উদ্দিন, প্রবাসী আহমদ আলী, আরকামুল ইসলাম, সাহেদ মিয়া, সুলতান আহমদ, সংগঠক আনছার মাহমূদ গণি, আফতাব মিয়া, সিরাজ উদ্দিন, মাওলানা আনছার আহমদ, মাওলানা আবিদুল হাসান গণি, সাংবাদিক নূর উদ্দিন সংগঠক ছাদ মিয়া, নূর মিয়া প্রমূখ।সংগঠনের সভাপতি সৌদিআরব প্রবাসী আরশ আলী গণি এরকম মহৎ কাজে জন্য তিনি প্রশংসার পাশাপাশি স্বাগত জানান।
অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়নের বন্যা দূর্গত প্রায় দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর