অটোরিকশা-লেগুনা সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

অটোরিকশা-লেগুনা সংঘর্ষে যুবক নিহত

বিজয়ের কন্ঠ ডেস্ক :: সিলেট-তামাবিল সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে সাহেল মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত অন্তত ৫ জনকে ওসমানী মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

সোমবার (২৬ আগস্ট) সকাল ১১ টার দিকে সিলেট শহরতলীর পরগণা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শাহপরান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম জানান।

তিনি জানান, দুর্ঘটনা নিহত সাহেল মিয়া মোগলাবাজার থানাধীন পূর্ব শ্রীরামপুর গ্রামের দিলু মিয়ার পুত্র।

ওসি আরও জানান, দুর্ঘটনায় ৬ জন গুরুতর আহত হন। ঘটনার পর পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত সাহেল নামের একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সর্বশেষ ২৪ খবর