১০ লক্ষ টাকা মূল্যের ইয়াবা ও হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৯

১০ লক্ষ টাকা মূল্যের ইয়াবা ও হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৭ আগস্ট মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি দল অতিক্তি পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে সিলেট জেলার বিশ্বনাথ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করেন। অভিযানে সিলেট জেলার বিশ^নাথ থানাধীন কারিকোনা সাকিনস্থ কলেজ রোডস্থ জয়তেরা মার্কেটের জয়তেরা ষ্টোর এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ৩৮০ ( তিনশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট, সাদা পেপার দ্বারা মোড়ানো ৪৮ পুড়িয়া হালকা বাদামী রংয়ের সাদৃশ্য হেরোইন এবং আরও ৭৭ গ্রাম হেরোইনসহ প্রায় ১০,০৮,০০০/,(দশ লক্ষ আট হাজার) টাকার মূল্যের মাদক সহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্র্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত আসামীদের নাম মোঃ সুমন আহমেদ (২৫), সে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার আহম্মদ নগর গ্রামের মোঃ মোবারক আলীর ছেলে। বর্তমানে সে ভার্থখলা বারি মিয়া কলোনীতে বসবাস করে আসছিলো। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সিলেটের বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর