সিলেট জেলা বিএনপির নতুন আহবায়ক কামরুল হুদা জায়গীরদার

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯

সিলেট জেলা বিএনপির নতুন আহবায়ক কামরুল হুদা জায়গীরদার

বিজয়ের কন্ঠ ডেস্ক :: কামরুল হুদা জায়গীরদারকে আহবায়ক করে সিলেট জেলা বিএনপির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই কমিটি অনুমোদন করেন। একজনকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে বাকী ২৪ জনকে সদস্য করা হয়েছে।

এই কমিটিকে ৩ মাসের মধ্যে কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- আবুল কাহের শামীম, এ্ড আব্দুল গফফার, আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমেদ, কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া চৌধুরী, এড. আশিক চৌধুরী, মঈনুল হক চৌধুরী, আব্দুল হান্নান, ফারুকুল ইসলাম ফারুক, শাহ জামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, এমরান আহমেদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, সিদ্দিকুর রহমান পাপলু, জহারুল ইসলাম ডালিম, এড. হাসান পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমেদ, ও আহমেদুর রহমান চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর