ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯
বিজয়ের কণ্ঠ ডেস্ক : কিশোর গ্যাং এর উৎপাত বন্ধে উদ্যোগ গ্রহণ করেছে সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদ। এরই অংশ হিসেবে রোববার সংগঠনের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে। এই উপলক্ষ্যে আয়োজিত প্রচারণা অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোর গ্যাং অপরাধী চক্র ভয়ংকর হয়ে উঠছে-যা আগামী প্রজন্মের জন্য হুমকীস্বরূপ।
এই অবস্থায় প্রত্যেক অভিভাবককে নিজ নিজ উদ্যোগে কিশোর গ্যাং প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকলের সহযোগীতায় এই প্রচারণা কার্যক্রমের মাধ্যমে সকল অভিভাবকরা সচেতন হলেই এই উদ্যোগ সফল হবে বলে সভায় অভিমত প্রকাশ করা হয়।
প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান,বিশেষ অতিথি ছিলেন সিলেট নগরীর ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ছয়েফ খান। আরো উপস্থিত ছিলেন সিলভার সিটি উন্নয়ন পরিষদের আহ্বায়ক শাহজাহান খান, সদস্য সচিব সাদিকুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মো ছয়ফুর রহমান লিটন, আব্দুল মুক্তাদির মাশুক, মো. নাজু মিয়া, মজনু ভুইয়া, টিপু খান প্রমূখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech