নোবেলজয়ী অভিজিৎ: দারিদ্র্য কোনো সমস্যা নয়

প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

নোবেলজয়ী অভিজিৎ: দারিদ্র্য কোনো সমস্যা নয়

ডেস্ক প্রতিবেদন : ভারতের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি। বৈশি^ক দারিদ্র্য লাঘবে অবদান রাখায় অর্থনীতিতে অমর্ত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল পেয়েছেন তিনি।
.
সংবাদমাধ্যমকে বলেছেন, দারিদ্র্য কোনো সমস্যা নয়। গবেষণার মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচনের পথ বের করা সম্ভব। গবেষণার বিষয় নিয়ে অভিজিৎ বলেন, ‘বিশ^ব্যাপী দারিদ্র্য দূরীকরণ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছি। দারিদ্র্য কোনো সমস্যা নয়। এই সমস্যার অনেকগুলো স্তর রয়েছে। সমস্যাগুলোকে এক এক করে খুঁজে বের করে সমাধানের পথ কী হবে তা নির্ধারণ করা নিয়েই গবেষণা করি। পরীক্ষামূলক গবেষণার মাধ্যমেই দারিদ্র্য সমস্যার সমাধান সম্ভব।’ কবে থেকে গবেষণার কাজ করছেন, জানতে চাইলে অভিজিৎ জানান, ১৯৯৫-৯৬ সাল থেকে তিনি গবেষণা করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর